ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভয়েস কমান্ডে মেসেঞ্জারে চ্যাটিং

প্রকাশিত: ০৬:৩৮, ৯ অক্টোবর ২০১৮

ভয়েস কমান্ডে মেসেঞ্জারে চ্যাটিং

মেসেঞ্জার প্ল্যাটফর্মে চ্যাটিং ও কলের জন্য ভয়েস কমান্ড সুবিধা আনতে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। শুক্রবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, শীঘ্রই এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের মেসেজ মুখে বলেই পাঠাতে পারবেন। সেইসঙ্গে কল বা রিমাইন্ডার তৈরিও করা যাবে একই উপায়ে। ফেসবুক যে এই ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে তা নিশ্চিত করেছেন মেসেজিং প্ল্যাটফর্মটির এক মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা প্রায়ই মেসেঞ্জারে আমাদের কর্মীদের নিয়ে নতুন অভিজ্ঞতার পরীক্ষা করি। এই মুহূর্তে এ নিয়ে আমাদের আর কিছু বলার নেই।’ ভয়েস কনট্রোল ফিচারের মাধ্যমে হাত ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করতে দিয়ে এ্যাপটি পরিচালনা আরও সহজ করে দিতে পারে, এমনটাই বলা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। এর আগে ফেসবুক মেসেঞ্জারে বক্তব্যের প্রতিলিপি গ্রহণের ফিচার নিয়ে পরীক্ষার দৃষ্টান্ত পাওয়া গেছে। ফেসবুকের আসন্ন ভিডিও চ্যাটিং স্ক্রিন ডিভাইস পোর্টালে এ্যালোহা ভয়েস এ্যাসিস্ট্যান্ট আনা হবে বলে ধারণা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×