ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক করিডরের দাবি বাস্তবায়নে দিনাজপুরে ভারত-বাংলাদেশ প্রতিনিধিদের বৈঠক

প্রকাশিত: ০৬:৩৮, ৯ অক্টোবর ২০১৮

সড়ক করিডরের দাবি বাস্তবায়নে দিনাজপুরে ভারত-বাংলাদেশ প্রতিনিধিদের বৈঠক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় রাজ্যে যাতায়াতে সড়ক করিডরের দাবি বাস্তবায়নে দুদেশের প্রতিনিধিদের নিয়ে করণীয় সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সোমবার দুপুরে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্টে ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ফ্রম বালুরঘাট-হিলি টু মহেন্দ্রগঞ্জ-তুরা’ নামক সংগঠনটির উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ‘জয়েন্ট মুভমেন্ট কমিটির ভারতের আহ্বায়ক নব কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, সাংবাদিক জাহিদুল ইসলাম এবং ভারতের অমূল্য রতন বিশ্বাস, শংকর দাস, রুপক দত্ত, কার্তিক সাহাসহ প্রমুখ। বৈঠকে বক্তারা বলেন, ১৯৪৭ সালের আগ পর্যন্ত মেঘালয়সহ উত্তর-পূর্ব অঞ্চলের সঙ্গে যোগাযোগে সে রকম কোন সমস্যা ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অন্যান্য এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর-পূর্ব ভারতের একটা অংশ। মাঝখানে বাংলাদেশ থাকায় অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব রাজ্যের মানুষজনকে। অথচ দেশ ভাগের আগে ভারতের বালুরঘাট থেকে বাংলাদেশের হিলি, পলাশবাড়ি, গাইবান্ধা হয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের দূরত্ব ছিল মাত্র ১০০ কিলোমিটার। কিন্তু এখন ঘুরে যেতে হচ্ছে কয়েকশ মাইল। বাংলাদেশের মধ্যে দিয়ে যদি এই করিডর চালু করা হয়, তাহলে এই দুই অঞ্চলেই যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রকৃতি, কৃষিজ ও খনিজ পণ্যের আদান প্রদানে উন্নতি ঘটবে। সুইস ব্যাংকের গোপনীয়তা যুগের অবসান অর্থনৈতিক রিপোর্র্টার ॥ গ্রাহকের নাম-পরিচয় আর গোপন রাখবে না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। গ্রাহকের তথ্য গোপনীয়তা যুগের সমাপ্তির ঘোষণা দিয়েছে দেশটির ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২০ লাখ হিসাবধারীর তথ্য দিয়েছে সুইস ব্যাংক। সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স এ্যাডমিনিস্ট্রেশন জানায়, কর ফাঁকি রোধে আন্তর্জাতিকভাবে নেয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গোপনীয়তা যুগের সমাপ্তির কারণে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দেশের কর কর্তৃপক্ষকে গ্রাহকের তথ্য জানাবে সুইস ব্যাংক।
×