ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থী এগিয়ে

প্রকাশিত: ০৬:৩৫, ৯ অক্টোবর ২০১৮

ব্রাজিলে নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থী এগিয়ে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনারো জয়ী হয়েছেন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে বোলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী ফার্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসি’র। প্রথম পর্বের ভোটে কোন প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেলে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, কিন্তু তা না হওয়ায় আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় পর্বের ভোটে এই দুই প্রার্থীর মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করবে ব্রাজিলের ভোটাররা। দ্বিতীয় পর্বে দুই এগিয়ে থাকা প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে নির্বাচন পূর্ব জরিপগুলোতে আভাস পাওয়া গেছে। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় বোলসোনারো বলেছেন, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে সমস্যা না হলে প্রথম পর্বেই সরাসরি বিজয়ী হতেন এ বিষয়ে নিশ্চিত ছিলেন তিনি।
×