ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে রোধে সেমিনার

প্রকাশিত: ০৬:৩১, ৯ অক্টোবর ২০১৮

বাল্যবিয়ে রোধে সেমিনার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলায় মাদকবিরোধী ও বাল্যবিয়ে রোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অক্টোবর সেবাপক্ষ ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে সোমবার সকালে শহরের লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উপদেষ্টা ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অক্টোবর সেবাপক্ষ উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন প্রভাষক মোঃ আব্দুল মান্নান। হরিণ ও কুমিরের চামড়া উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা অভিযান চালিয়ে চারটি কুমিরের চামড়া ও একটি জীবিত হরিণ উদ্ধার করেছে। রবিবার রাতে সুন্দরবনের হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বনবিভাগে তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, হরিণটানা টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে একটি সন্দেহজনক নৌকা দেখে গতিরোধের সঙ্কেত দেয়। এ সময় দুই পাচারকারী নৌকা ফেলে বনের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকা থেকে চারটি কুমিরের কাঁচা চামড়া, একটি জীবিত হরিণ ও দুটি কুমির নিধন করা অস্ত্র উদ্ধার করা হয়।
×