ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরগঞ্জে বিএনপির সাবেক এমপি শাহীন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩০, ৯ অক্টোবর ২০১৮

ঈশ্বরগঞ্জে বিএনপির সাবেক এমপি শাহীন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বিস্ফোরক ও নাশকতার মামলায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ২টার সময় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় বিএনপির এমপি শাহ নুরুল কবীর শাহীনসহ ৫০-৬০ জনের নামে একটি মামলা হয়। ওই মামলায় পলাতক ছিলেন তিনি। রবিবার রাত ২টার দিকে কাকনহাটি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জের কমলাঘাট বন্দরে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে অগ্নিকা- হয়েছে। রবিবার মধ্যরাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই একটি ডাল মিলসহ ছয়টি গুদাম পুড়ে যায়। জানা গেছে, ফরিদ মোল্লার প্লাস্টিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত। বাগেরহাটে ৫ দোকান স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শহরের মেইন রোডে আগুনে পাঁচটি মুদি দোকান পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দেকানিরা দাবি করেছেন। রবিবার রাত দেড়টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শ্যামল সাহার মাতৃ ভা-ার, নকুল সাহার নকুল স্টোর, মিল্টন সাহার বিমল স্টোর, ইদ্রিস শেখের ইদ্রিস স্টোর এবং সুমন সমাদ্দারের ফিস ফিডের দোকান। জানা যায়, রাত দেড়টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত শ্যামল সাহার মাতৃ ভা-ারে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
×