ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩০, ৯ অক্টোবর ২০১৮

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ অক্টোবর ॥ স্ত্রী শাহানা খাতুনকে (২২) হত্যার দায়ে মামুদ আলীকে মৃত্যুদ- দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, মামুদ আলী বছর খানেক প্রেমের সম্পর্কের পর পাশর্^বর্তী সাধুয়ারকান্দা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে শাহানা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পরপরই মামুদ আলী এবং তার প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে শাহানা খাতুনের ঝগড়া বিবাদ ও সাংসারিক অশান্তি দেখা দেয়। এক পর্যায়ে শাহানা তার বাবার বাড়িতে চলে যান। ২০১১ সালের ২৫ মে মামুদ আলী শাহানাকে বুঝিয়ে শুনিয়ে তার বাড়িতে নিয়ে আসেন। এরপর ওইদিন রাতেই মামুদ আলী তাকে (শাহানাকে) ধারালো অস্ত্রের আঘাতে খুন করেন। দাউদকান্দিতে সেতু ভেঙ্গে ট্রাক্টর নদীতে ॥ চালক নিহত নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৮ অক্টোবর ॥ সোমবার সকাল সাড়ে ৮টায় পৌরসদরের কে.ডি.সি থেকে সদর উত্তর ইউনিয়নের কদমতলী ব্রিজ ভেঙ্গে ইট বোঝাই ট্রাক্টর নদীতে পড়ে গেলে এতে ট্রাক্টরের চালক খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে কদমতলীসহ আশপাশের ১০-১২টি গ্রাম ছাড়া ও তিতাস উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, গত কয়েক বছর পূর্বে দাউদকান্দি পৌর সদর থেকে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী ব্রিজটিতে ভারি কোন যানবাহন চলাচল না করার জন্য নির্দেশ দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিলে ও কিছু অসাধু বালু এবং ইট ব্যবসায়ী আইনের কোন তোয়াক্কা না করে তাদের এ ব্যবসা চালিয়ে আসছিল বলেই এই দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মোগারচর গ্রামের আজমল মিয়ার ছেলে ট্রাক্টর চালক খোকন মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। ১ম বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ১ম বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে গড় উত্তীর্ণের হার ৮৬.১৬%। এ পরীক্ষায় সারাদেশের ১ হাজার ৮৬৪ কলেজের মোট ৬৯৩ কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৯৪৭ (নিয়মিত ও মান্নোনয়ন) পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফল বিকেল ৪ টা থেকে যে কোন মোবাইল মেসেজে গিয়ে ঘট <ংঢ়ধপব>উঊএ<ংঢ়ধপব>জড়ষষ.ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং সন্ধ্যা ৬ টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ/ৎবংঁষঃং থেকে পাওয়া যাবে।
×