ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ॥ আসাদুল হাবিব দুলুকে দুদকে তলব

প্রকাশিত: ০৬:২৭, ৯ অক্টোবর ২০১৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ॥ আসাদুল হাবিব দুলুকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি আমলে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আসাদুল হাবিব দুলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ অক্টোবর সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে সোমবার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে আসাদুল হাবিব দুলুকে তলব করে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ৮ মার্চ থেকে এই বিএনপি নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শাজাহান সিরাজসহ দুজনের বিরুদ্ধে চার্জশীট স্টাফ রিপোর্টার ॥ সরকারী পাটকলের জমি ক্ষমতার অপব্যবহার করে বিক্রির মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেতা ও প্রাক্তন মন্ত্রী শাজাহান সিরাজসহ দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে দুদক। অপর আসামি হলেন জমির ক্রেতা আওলাদ হোসেন। সোমবার দুদকের উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারী এ চার্জশীট দাখিল করেন। দুদক সূত্র বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। চার্জশীটটি ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে উপস্থাপন করা হয়েছে। চার্জশীটে ১২ জনকে সাক্ষী করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২ নবেম্বর শাহজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারী। চারদলীয় জোট সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন শাজাহান সিরাজ।
×