ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির চ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৬৯

প্রকাশিত: ০৬:২৭, ৯ অক্টোবর ২০১৮

ঢাবির চ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৬৯

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৯ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছে। ১৩৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছে ২৬৯ জন। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এ সময় চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামানসহ চারুকলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষায় মোট ১৩ হাজার ৬৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫৬৬ জন অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত হয়। অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৩৮৩ জন। তার মধ্যে ২৬৯ জন উত্তীর্ণ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন। অথবা যে কোন মোবাইল ফোন থেকে উট<>ঈঐঅ<>জড়ষষ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। আজ বিকেল ৩টা থেকে ১৮ অক্টোবর বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন। অন্যদিকে কোটায় আবেদনকারীরা আজ থেকে ১৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা সেখানেই জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণ করতে চাইলে নির্ধারিত ফি দিয়ে আজ থেকে ১৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে।
×