ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে কারখানার তালা ভেঙ্গে কোটি টাকার মেশিনারিজ লুট

প্রকাশিত: ০৬:২৫, ৯ অক্টোবর ২০১৮

টঙ্গীতে কারখানার তালা ভেঙ্গে কোটি টাকার মেশিনারিজ লুট

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৮ অক্টোবর ॥ টঙ্গীর মাশাহ নিটিং এ্যান্ড ডায়িং ফ্যাক্টরির তালা ভেঙ্গে কোটি টাকার মেশিনারিজ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ করা হয়েছে। মাশাহ নিটিং এ্যান্ড ডায়িং-এর ব্যবস্থপনা পরিচালক মোঃ এম এ মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিসিক শিল্পনগরী টঙ্গীর গার্মেন্টস বিন্ডিং এর ২৩ হাজার ৫৬৭ বর্গফুট ফ্লোরে ওয়্যার এ্যান্ড স্টাইলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রাসেল মাসিক ৪ লাখ ৭১ হাজার ৩৪০ টাকা হিসেবে পাঁচ বছর মেয়াদী ভাড়ার চুক্তিপত্রের মাধ্যমে ভাড়াটিয়া হিসেবে ভাড়া নেন। যার মেয়াদ চলতি মাসের আগামী ৩১ অক্টোবর শেষ হবার কথা ছিল। প্রতিষ্ঠানটি লে অফ ঘোষণার আগ পর্যন্ত মেসার্স ফকির গ্রুপের সাব-কন্ট্রাকটের কাজ করতো। তিনি আরও বলেন, ভাড়া চুক্তির মাধ্যমে ফ্লোর বুঝে নেয়ার পর রাসেল মাসিক ভাড়া পরিশোধ না করে গরিমশি করতে থাকেন। একাধিকবার তাগিদ দেয়া সত্ত্বেও ভাড়া পরিশোধ না করায় ওয়্যার এ্যান্ড স্টাইলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রাসেলের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক এম এ মালিক তার অভিযোগে আরও বলেন, ওয়্যার এ্যান্ড স্টাইলের কাছে আমার ফ্যাক্টরি ভাড়া বাবদ সর্বমোট ৮৪ লাখ টাকা পাওনা রয়েছে। বকেয়া পাওনা পরিশোধ না করায় ওয়্যার এ্যান্ড স্টাইলের মালিকের বিরুদ্ধে গত ২৭ আগস্ট টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয় (যাহার নং ৬৩/৬২২)। পরবর্তীতে ফ্যাক্টরিটি তালাবদ্ধ করে দেয়া হয়। মাশাহ নিটিং এ্যান্ড ডায়িং এর ব্যবস্থপনা পরিচালক অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে শিল্প পুলিশের কতিপয় অফিসারের সহযোগিতায় ওয়্যার এ্যান্ড স্টাইল লিমিটেডের কর্মরতরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা বলে ৩০/৪০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে তালা ভেঙ্গে প্রায় কোটি টাকার মেশিনারিজ মালপত্র লুট করে নিয়ে যায়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনার কেস শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিল্প পুলিশের উপস্থিতিতে লুটপাটের বিষয়টি জানানোর পর তারা পুনরায় অনলাইনের মাধ্যমে অভিযোগ পাঠানোর জন্য বলেন। তাদের কথামতো অনলাইনে আবেদন করা হলেও অদ্যাবধি টঙ্গী থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।
×