ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে চট্টগ্রামে উৎকণ্ঠা

প্রকাশিত: ০৬:২৪, ৯ অক্টোবর ২০১৮

গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে চট্টগ্রামে উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘একুশ আগস্ট গ্রেনেড হামলা’ মামলার রায় কেন্দ্র করে কী হতে পারে, তা নিয়ে অজানা আশঙ্কায় চট্টগ্রাম। রায় ঘোষণার আর মাত্র একদিন বাকি। এই মামলায় তারেক রহমানসহ বিএনপির কিছু নেতাকর্মীর সাজা হতে পারে, এমন ধারণায় মিছিল ও অনির্ধারিত সমাবেশের প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। অপরদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে বলে জানিয়ে দিয়েছে মহানগর আওয়ামী লীগ। নগরীর বাইরে বিভিন্ন উপজেলায়ও দলটির এ ধরনের সিদ্ধান্ত রয়েছে। আলোচিত একুশ আগস্ট মামলার রায় আগামীকাল বুধবার। রায়ে তারেক রহমানসহ নেতাদের সাজা হলে বিএনপির মধ্যে কেমন প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোন তা-ব চলবে কি না সেটা নিয়ে রয়েছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা কী হবে, সেটিও আলোচনার বিষয়। তবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নেতাকর্মীরা ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবেন বলে দলের সভায় সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সূত্রে জানানো হয়, কার্যকরী কমিটির সভায় নগরীর ১৭ পয়েন্টে সকাল থেকেই অবস্থান নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত পয়েন্টগুলো হলোÑ দারুল ফজল মার্কেট, এনায়েত বাজার, পূর্ব মাদারবাড়ি, আলকরণ, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা ওয়ার্ড, দেওয়ানহাট মোড়, পাহাড়তলী ওয়ার্ড, লালখান বাজার, উত্তর পাঠানটুলী ওয়ার্ড, উত্তর আগ্রাবাদ, পশ্চিম মাদারবাড়ি, আন্দরকিল্লা মোড়, জামাল খান, আন্দরকিল্লা ওয়ার্ড, অক্সিজেন মোড় এবং বারিক বিল্ডিং। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থান থাকবে। অপ্রীতিকর কোন ঘটনার পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে তা মোকাবেলা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় পাশে থাকবে বলেও জানিয়ে দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর বাইরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিটি গেট, সীতাকু-, বাড়বকু-, কুমিরা, মীরসরাইয়ের কয়েকটি স্পট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার কর্মসূচীও নিয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা হয়েছে। এদিকে রায় ঘিরে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশের প্রস্তুতি রয়েছে বিএনপির। দলটি চট্টগ্রামের লালদীঘি মাঠে একটি সমাবেশের অনুমতি চেয়ে পায়নি। ১০ অক্টোবর কাজীর দেউরি মোড়ে নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করবে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সড়কে কর্মসূচীর অনুমতি না পেলে নুর আহমদ সড়কে অবস্থিত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। রায় বিরুদ্ধে গেলে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করবেন। এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও তা-বের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে পুলিশ প্রশাসন। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। র‌্যাব এবং আমর্ড পুলিশের টহল এবং অবস্থান বৃদ্ধি করা হবে। শান্তিভঙ্গ হতে পারে এমন যে কোন তৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলেও জানিয়েছে সিএমপি।
×