ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুচকে শিশুর কাণ্ড

প্রকাশিত: ০৬:০২, ৯ অক্টোবর ২০১৮

পুচকে শিশুর কাণ্ড

পয়সা যত সাবধানে রাখা যায় ততই ভাল। বাড়িতে ছেলেপিলে থাকলে কথাই নেই। কিন্তু সে সাবধানবাণী তো অনেকই রয়েছে। কিন্তু শোনে আর ক’জন। এমনই এক অসাবধানতার জেরে খেসারত দিতে হলো এক মার্কিন দম্পতিকে। মার্কিন মুলুকের উটার বাসিন্দা জ্যাকি এবং বেন বেনলাপ। প্রায় এক বছর ধরে তারা টাকা জমাচ্ছিলেন স্থানীয় ফুটবল লীগের সিজন টিকেট কিনবেন। টাকা জমিয়ে রেখেছিলেন একটি মুখবদ্ধ খামে। উদ্দেশ্য ছিল টিকেট কিনতে গিয়ে একেবারে খুলবেন খামের মুখ। একদিন বাদেই টিকেট কিনতে যাওয়ার কথা। সেই মতো মুখবন্ধ খামটিকে টেবিলের ওপর রেখে কাজে বেরিয়ে যান দুজনেই। কিন্তু কপালে না থাকলে কি আর ভাল কিছু পাওয়া যায়? দম্পতির কষ্টের সেই সঞ্চয়ে হয়তো রাহুর দৃষ্টি ছিল। খামটি হাতে চলে যায় বছর দুইয়ের ডানপিটে ছেলে লিওর হাতে। প্রথমে সে খামটিকে ভাল করে দেখে। কী জিনিস বুঝতে না পেরে একটি যন্ত্রের মধ্যে ফেলে কুচি কুচি করে কাটে। তারপর এক জায়গায় মার্কিন ডলারের দেহাবশেষ জড়ো করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। বাড়িতে ফিরে এই কা- দেখে চক্ষু চড়কগাছ বেনের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সে জানায়-ওই খামটির ভেতরে ১ হাজার ৬০ মার্কিন ডলার ছিল। এত টাকা একসঙ্গে এভাবে নষ্ট হওয়ায় বেশ দুঃখই পেয়েছেন। নেটিজেনরা অবশ্য এতে দুঃখের চেয়ে মজাই বেশি পাচ্ছেন। খুদের কীর্তিকে অনেকেই হাসি ঠাট্টার ছলে নিচ্ছেন। এসবের মধ্যে ওই দম্পতির একটি সান্ত¡নার কারণও রয়েছে অবশ্য। মার্কিন মুলুকে এই ছেড়া নোটের জন্য সরকারের আলাদা দফতর আছে। সেখানে নোটের ছেড়া অংশগুলো জমা দিলে এক-দুবছরের মধ্যেই তারা টাকা ফেরতও পেয়ে যাবেন। -ইয়াহু নিউজ
×