ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ অক্টোবরের পর তিন শ’ আসনে প্রার্থী ঘোষণা ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০১, ৯ অক্টোবর ২০১৮

২০ অক্টোবরের পর তিন শ’ আসনে প্রার্থী ঘোষণা ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ অক্টোবর ॥ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ শেষে আগামী ২০ অক্টোবরের পর সরাদেশে ৩শ’ আসনে জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, প্রার্থী বাছাই শেষ হয়েছে। এখন শুধু ঘোষণা দেয়া বাকি। আমরা ৩শ’ আসনে নির্বাচন করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপির নির্বাচনে আসা না আসা নিয়ে তিনি বলেন, এটা তাদের বিষয়। তাদের বিষয়ে কিছু বলতে পারব না। ভবিষ্যতে কী হবে তাও বলতে পারি না। মঙ্গলবার দুপুরে নগরীর সেনপাড়া বাসভবন স্কাইভি’এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন এলেই এরশাদ-রওশন এরশাদ দ্বন্দ্ব বেড়ে যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আমার স্ত্রী, আমরা সবাই এক। আমরা সবাই এক সঙ্গে নির্বাচন করব। এতে কোন দলীয়করণ নেই, বিভেদ নেই। আমাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে বিজয়ী হওয়া। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জেলা সাধারণ সম্পাদক ফখর উজ জামান, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর সাধারণ সম্পাদক, এসএম ইয়াসির রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম ভরসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
×