ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা বহাল দাবিতে শাহবাগে অবরোধ স্থগিত

প্রকাশিত: ০৬:০১, ৯ অক্টোবর ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা বহাল দাবিতে শাহবাগে অবরোধ স্থগিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে চলমান অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শাহবাগে এসে কর্মসূচী স্থগিত করে আগামী ১৪ অক্টোবর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি। এর আগে বিকেল ৫টার দিকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শাহবাগে উপস্থিত হলে আন্দোলনকারীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচী বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। যা পরবর্তীতে স্থগিত ঘোষণা করেন নৌপরিবহন মন্ত্রী। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’এর সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর ভুল নয়। প্রধানমন্ত্রীকে যারা বুঝিয়েছেন, তারা ভুল বুঝিয়েছেন। আমরা আশা করি, মুক্তিযোদ্ধা পরিবারের দাবির বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং কোটা বাতিলের পরিপত্রটি পরিবর্তন করবেন। এই পরিপত্র আমাদের মনে যে আঘাত দিয়েছে, সেটি পরিবর্তন করে কোটা বহাল রেখে প্রজ্ঞাপন চাই। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছে প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। বেলা তিনটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর ব্যানারে তারা অবস্থান কর্মসূচী পালন করছেন । সংগঠনটির নেতারা বলছেন, সরকারী চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সারাদেশে বিক্ষোভ মানববন্ধন ॥ সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং রাজাকারদের সন্তানের নিয়োগ বাতিল ও তাদের সম্পত্তি বাজেয়াফত করার দাবিতে সোমবার মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ ছাড়া এদিন দিনাজপুরে রেলপথও অবরোধ করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সোমবার বেলা ১১টায় নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। ‘মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুর’ ব্যানারে সোমবার সকালে শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড রেলগেটে অবরোধ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এ দিকে মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে সোমবার জামালপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ে সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। এ ছাড়া একই দাবিতে সোমবার নেত্রকোনা, সাতক্ষীরা, ঝালকাঠি এবং চট্টগ্রামের মীরসরাই ও চাঁদপুরের কচুয়াসহ সারাদেশে অনুরূপ বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়।
×