ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনএস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৮:১৯, ৮ অক্টোবর ২০১৮

বিএনএস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১শ’ ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বিএনএস সেন্টারের মালিক এম এন এইচ বুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ১শ’ ৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯শ’ ৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬শ’ ২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক ওয়াকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশানের বহুতল ভবন বুলু ওশান টাওয়ার ও বুলু এস টাওয়ারের মালিক এম এন এইচ বুলু ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, এম এন এইচ বুলু ২০১৬ সালের ২০ এপ্রিল দাখিলকৃত সম্পদ বিবরণীতে আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যসম্বলিত সম্পদ বিবরণী দাখিল করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাই অনুসন্ধান কর্মকর্তার সুপারিশক্রমে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। এর পরিপ্রেক্ষিতে রবিবার মামলা দায়ের করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালের আগস্টে এম এন এইচ বুলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর কমিশনে সম্পদবিবরণী দাখিল করতে তাকে নোটিস দেয়া হয়। পরে তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৩শ’ ১৯ কোটি টাকা উল্লেখ করে তার সম্পদবিবরণী জমা দেন। এই সম্পদের পরিমাণ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে ২০১৭ সালের ২৬ নবেম্বর দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক সামছুল আলম ও ওয়াকিল আহমেদের সমন্বয়ে গঠিত অনুসন্ধান দল তাকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
×