ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম স্মার্টফোন নোকিয়া ৭.১ উন্মোচন

প্রকাশিত: ০৬:৫৩, ৮ অক্টোবর ২০১৮

 প্রথম স্মার্টফোন নোকিয়া ৭.১ উন্মোচন

যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে ‘পিওরডিসপ্লে’ স্ক্রিন প্রযুক্তিযুক্ত প্রথম স্মার্টফোন নোকিয়া ৭.১ স্মার্টফোন উন্মোচন করেছে নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এই স্মার্টফোনের দাম ৩৪৯ ডলার রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে এই ডিভাইস ছাড়া হবে বলে জানিয়েছে সাইটটি। ১৭ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ও ২৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে এই স্মার্টফোনটি, ৬ অক্টোবর থেকেই এর প্রি-অর্ডার নেয়া শুরু হবে। এই ব্র্যান্ডটি এইচডিআর মানের ছবি দেখাতে সক্ষম নোকিয়া ৭.১-এ রাখা হয়েছে ৫.৮৪ ইঞ্চি ডিসপ্লে। এটি এইচডিআর ১০ সমর্থন করতে ও এসডিআর থেকে এইচডিআর-এ রূপান্তর করতে পারবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরচালিত এই স্মার্টফোনের পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আর সামনে রাখা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। -অর্থনৈতিক রিপোর্টার
×