ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে জাহাজ নির্মাণ শিল্প পরিদর্শন করলেন ১০ দেশের ৫২ সাংবাদিক

প্রকাশিত: ০৬:৫১, ৮ অক্টোবর ২০১৮

 নারায়ণগঞ্জে জাহাজ নির্মাণ শিল্প পরিদর্শন করলেন ১০ দেশের ৫২ সাংবাদিক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ভিজিট বাংলাদেশ কর্মসূচীর আওতায় ভারত, কানাডা, জাপান, ফিলিপাইন, কোরিয়া, ব্রাজিল ও ইথুপিয়াসহ ১০টি দেশের ৫২ জন সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসেছেন। এরই অংশ হিসেবে রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাহাজ শিল্প নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তারা। সেখানে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি, ইথুপিয়ার সাংবাদিক ম্যকডাস তিলাহান, ব্রাজিলের ইফ্রানসহ আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাকী ও ব্যবস্থপনা পরিচালক আফরোজা বারীসহ অতিথি গণমাধ্যম দলের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। এ সময় বিদেশী সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের অগ্রযাত্রার প্রশংসা করে জানান, তাদের স্ব স্ব দেশে যাতে বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করা হয় সেজন্য এ দেশের জাহাজ নির্মাণ শিল্পকে তাদের দেশে তুলে ধরবেন। আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী বাংলাদেশে নির্মাণ করা আধুনিক শিপইয়ার্ডের মাকেটিং এবং সল্প খরচে উন্নতমানের শিপইয়ার্ড নির্মাণের কথা তুলে ধরে বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে শিপইয়ার্ড শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বহির্বিশ্বে প্রচার ও বিদেশীদের কাছ থেকে প্রযুক্তিগত সহয়তা দাবি করেন। তিনি আরও জানান, বাংলাদেশের দ্বিতীয় সম্ভাবনাময় শিল্প জাহাজ শিল্পে বৈদেশিক ও সরকারী সহযোগিতা পেলে এই খাত থেকে বিপুল পারিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইতোমধ্যে সরকার এই শিল্পকে এগিয়ে নিতে ইনসেনটিভসহ নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের এই ব্যবস্থা প্রচার করার লক্ষেই ভিজিট বাংলাদেশের আমন্ত্রণে বিশ্বের প্রায় ১০টি দেশের খ্যাতনামা সাংবাদিকরা আনন্দবিল্ডার্স শিপইয়ার্ড পরিদর্শন করেছেন। এসব সাংবাদিকরা তাদের স্ব স্ব দেশে গিয়ে যদি বাংলাদেশের শিপবিল্ডার্স সম্পর্কে প্রচারণা চালান তবে বাংলাদেশ এই শিল্পে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
×