ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসসির বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত: ০৬:৫১, ৮ অক্টোবর ২০১৮

  বিএসসির বহরে যুক্ত হলো নতুন জাহাজ  ‘বাংলার জয়যাত্রা’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হয়েছে নতুন একটি জাহাজ। ‘বাংলার জয়যাত্রা’ নামের এ জাহাজটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ হাজার মেট্রিক টন পাথর নিয়ে জাহাজটি এসেছে চট্টগ্রাম বন্দরে। কয়েকদিনের মধ্যে আসছে আরও একটি নতুন জাহাজ। পুরনো জাহাজ নিয়ে অনেকটা বিপর্যস্ত বিএসসিকে সক্ষম করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ২৭ বছর পেল জাহাজ। বিএসসি সূত্রে জানা যায়, ১ হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয়ে সংস্থাটির জন্য নির্মাণ করা হচ্ছে ৬টি জাহাজ। চীন সরকারের আর্থিক সহায়তায় জি টু জি ভিত্তিতে জাহাজগুলো সংগ্রহ করা হচ্ছে। চীনের নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারিজ ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এ ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। চীনের জিয়াং জু প্রদেশের ওয়াক্সি শহরে জাহাজগুলো নির্মাণ করা হচ্ছে। বিএসসির বহরে কর্মক্ষম জাহাজের সংখ্যা মাত্র দুটিতে নেমে এসেছিল। এক সময় জাহাজ ছিল ৩৬টি। দীর্ঘদিন জাহাজ সংগ্রহ না করায় প্রতিযোগিতায় টিকতে পারছিল না সংস্থাটি। লক্করঝক্কর জাহাজের অনেকগুলোই ইতোমধ্যে স্ক্র্যাপ হয়েছে। সরকার বিএসসিকে সচল ও সক্ষম করতে নতুন জাহাজ সংগ্রহের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে চীনের সঙ্গে সাক্ষরিত হয় চুক্তি। নতুন জাহাজ বাংলার জয়যাত্রা বিএসসি বহরে যুক্ত হওয়ার বিষয়টিকে দেখা হচ্ছে নবযাত্রার সূচনা হিসাবে। আরও একটি জাহাজ প্রস্তুত হয়ে গেছে, যা কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছে যাবে। তাহলে পুরনো এবং নতুন মিলে জাহাজের সংখ্যা উন্নীত হতে যাচ্ছে চারটিতে। চুক্তি অনুযায়ী আরও চারটি জাহাজও এসে পড়বে।
×