ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেবামেকের সুবর্ণ জয়ন্তী ॥ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ৮ অক্টোবর ২০১৮

  শেবামেকের সুবর্ণ জয়ন্তী ॥ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের ৫০ বছর পূর্তি আগামী ২০ নবেম্বর। অর্ধশত বছর পূর্তির সময়কে স্মরণীয় করে রাখতে রবিবার থেকে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের। এ উপলক্ষে শেবামেকের পুরো ভবন সাজানো হয়েছে নববধূর সাজে। সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চলছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসজুড়ে স্মরণকালের সর্ববৃহৎ জমকালো আয়োজন। সোমবার সকাল আটটায় রেজিস্ট্রেশন কিট (ব্যাগ) বিতরণের পর সকাল নয়টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রথম বিভাগীয় প্রধান এএফএম আমিনুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় বৈজ্ঞানিক অধিবেশন ও দুপুর আড়াইটায় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনপূর্ব বিশেষ অনুষ্ঠান এবং বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
×