ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল থেকে পড়ে তিন সন্তানের জননী নিহত

প্রকাশিত: ০৬:০১, ৮ অক্টোবর ২০১৮

  মোটরসাইকেল থেকে পড়ে তিন সন্তানের জননী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছে। তেজগাঁওয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রবিবার সকালে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে হালিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বড় ভাই মোস্তাফিজুর রহমানের মোটরসাইকেলের পেছনে বসে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান বলেন, ছোট বোন হালিমাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে কাকরাইলে নিয়ে যাচ্ছিলেন। ফ্লাইওভারের শনির আখড়ার ঢালে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা সবাই কমবেশি আহত হয়। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় হালিমা। পরে হালিমাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হালিমার তিন সন্তান রয়েছে। বোন ডেমরায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। অন্য মোটরসাইকেলটি আটক করা হয়েছে। দুপুরে হালিমার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মাদক বিক্রেতা গ্রেফতার ॥ তেজগাঁও এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আব্দুল মালেক (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৪২ জনকে গ্রেফতার ॥ এদিকে রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ডিএমপি ৫০ থানা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এ সময় ওই ৪২জনকে আটক করা হয়।
×