ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের লিয়াকত আর কিশোরগঞ্জের রজব আলীর রায় শীঘ্রই

প্রকাশিত: ০৫:৫৯, ৮ অক্টোবর ২০১৮

 হবিগঞ্জের লিয়াকত আর কিশোরগঞ্জের রজব আলীর  রায় শীঘ্রই

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর মামলার রায় শীঘ্রই ঘোষণা হতে পারে বলে আশা করছে প্রসিকিউশন। বর্তমানে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩৫তম রায়। প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেছেন, আশা করছি শীঘ্রই এ মামলার রায় ঘোষণা করা হতে পারে। এর আগে আমরা আরও ৩৪টি রায় পেয়েছি। রায় ঘোষণার বিষয়টি সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার। যখন রায় লেখা শেষ হবে তখনই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। ১৬ আগস্ট শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য সিএভি রাখে। এর আগে ৩৪ মামলায় মোট ৭৮ আসামিকে দন্ড দেয়া হয়েছে। যার মধ্যে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে ৫২ জনকে, আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়েছে ২৪ জনকে। আর একজনকে যাবজ্জীবন করাদন্ড প্রদান, একজনকে ৯০ বছরের দন্ড, একজনকে ২০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে ৭ মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। একজনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়েছে। বর্তমানে আপীল বিভাগে আপীলে নিষ্পত্তির অপেক্ষায় ২৪ মামলা। এ রায় ঘোষণার পরেও বর্তমানে ট্রাইব্যুনালে আরও ৩২ মামলায় ১৩৪ রাজাকার বিভিন্ন পর্যায়ে বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের ১ নবেম্বর এ দুজনের বিষয়ে অভিযোগ গঠন করা হয়। এ দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি অভিযোগ আনা হয়েছে।
×