ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন কর্মকর্তার বদলি ঠেকাতে সাধারণ বীমায় বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৩, ৮ অক্টোবর ২০১৮

তিন কর্মকর্তার বদলি  ঠেকাতে সাধারণ  বীমায় বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেআইনীভাবে তিন কর্মকর্তার বদলি ঠেকাতে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি সাধারণ বীমা কর্পোরেশনের শতাধিক কর্মচারী। রবিবার দুপুরে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচীতে শ্রমিক লীগের নেতৃবৃন্দরাও অংশ নেন। জানা যায়, সাধারণ বীমা কর্পোরেশনে ৬ মহাব্যবস্থাপকের পদ থাকলেও দায়িত্বে রয়েছেন মাত্র এক কর্মকর্তা। জেবি চাকমা নামে ওই কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে রাজশাহী জোনে বদলি করা হয়েছে। একই সঙ্গে কর্পোরেশনের মহাব্যবস্থাপক ফজলুল হক (চলতি দায়িত্বে) ঢাকা জোন থেকে চট্টগ্রাম জোনে এবং সহকারী ব্যবস্থাপক আবুল হোসেনকে ঢাকা জোন থেকে কুমিল্লা জোনে বদলি করা হয়। সম্প্রতি এসব কর্মকর্তার বদলি আদেশ দেয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে মতিঝিলস্থ সাধারণ বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ৮ম তলায় কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী পালন করে কর্মচারীরা। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন শ্রমিক লীগের নেতৃবৃন্দরা। তারা বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বেআইনীভাবে কর্মকর্তাদের বদলি আদেশ দিয়েছে। এমন আদেশ অন্যায়ভাবে চাপিয়ে দেয়া হয়েছে। তারা আরও বলেন, বিশেষ কোন চক্রের ইন্ধনে এমটি করা হয়েছে। কর্মচারীরা জানান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভেতরেই জামায়াত-বিএনপি জোটের সংশ্লিষ্টতা রয়েছে।
×