ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণে মোড়ানো মুরগির মাংস

প্রকাশিত: ০৫:৪১, ৮ অক্টোবর ২০১৮

 স্বর্ণে মোড়ানো  মুরগির মাংস

স্বর্ণ দিয়ে মোড়ানো মুরগির মাংসের কথা আগে কখনও শোনা যায়নি। তাও আবার পাক্কা ২৪ ক্যারেটের। এবার মার্কিন মুলুকের প্রখ্যাত ফুড চেন কোম্পানি ‘পপাইজ’ তাদের গ্রাহকের সামনে এই পিলে চমকানো বিষয়টি উপস্থাপন করে। পপাইজের ৩ হাজারতম শোরুম উদ্বোধনের সময় গ্রাহককে চমকে দিতেই এই উদ্যোগ। নিউইয়র্কে উদ্বোধন হওয়া নতুন শোরুমে এই স্বর্ণে ডোবানো চিকেন উইংস কিন্তু দেদার বিক্রি হয়েছে। এটা নাকি খেতেও বেশ লেগেছে। শ্যাম্পেন দিয়ে মুরগির মাংস ভেজে তাতে ২৪ ক্যারেট স্বর্ণ মুড়িয়ে বিক্রতার সামনে উপস্থাপন করেছে দোকানটি। এই চিকেন উইংসের দাম যে আকাশচুম্বী ছিল তা কিন্তু নয়! প্রতি পিস উইংসের দাম বাংলাদেশী মুদ্রায় ৯শ’ টাকার কাছাকাছি। ফুড চেনটি ঠিক করেছে এটি জনপ্রিয় হলে আমেরিকায় তাদের বেশিরভাগ স্টোরেই এই চিকেন রাখবে। তবে এই স্টোরটিই শুধু নয়। এর আগেও বিভিন্ন জায়গায় ‘গোল্ডেন চিকেন’ বিক্রি হয়েছে। তার দামও হয়েছে সাধারণ মাংসের পদের থেকে খানিকটা বেশিই।- ইউএসএ টুডে অবলম্বনে
×