ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপরাধ করলে মামলা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪০, ৮ অক্টোবর ২০১৮

অপরাধ করলে  মামলা হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ অপরাধ করলে মামলা হবে। অপরাধ না করলে মামলার কোন আশঙ্কা নেই। নির্বাচন থেকে দূরে রাখতে ৩৫ দিনে চার হাজার গায়েবি মামলা দায়ের করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী আরও বলেন, মামলার বিষয়ে আমি বলতে চাই, আমাদের আইনের বইয়ে যেসব অপরাধের কথা বলা আছে। সেইসব অপরাধ যদি কেউ করে তাহলে মামলা হবে। আমরা কখনও বলিনি সংবিধানে নির্বাচনকালীন সরকার বলতে কিছু আছে। বলা হচ্ছে যে, নির্বাচনের সময় কোন পলিসি ডিসিশন নেয়া হবে না। যেহেতু কোন পলিসি ডিসিশন নেয়া হবে না, সেই জন্য সরকারের আকার এত বড় থাকার প্রয়োজন নেই। রাষ্ট্রের অর্থের ওপরে এত চাপের প্রয়োজন নেই। সেই জন্য নির্বাচনকালীন সময়ে একটা ছোট সরকার থাকবে। রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন ও ভবন সম্প্রসারণ কাজ’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আইনমন্ত্রী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ওপরের অংশের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং এই ভবনের পঞ্চম তলায় মুক্তিযুদ্ধ এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি মুসা খালেদ, জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মামলা যেগুলো হয়েছে এখন সেগুলোর বিষয়ে তদন্ত হবে। তদন্তের পরে যদি কোন অভিযোগ না পাওয়া যায় তাহলে চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে শেষ হয়ে যাবে। আর যাদের অপরাধ পাওয়া যাবে তাদের বিচারের জন্য আদালতে দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে অপরাধ করলে মামলা হবে। এই মামলায় অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে সে অপরাধী নয়।
×