ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৩৯, ৮ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ অক্টোবর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তিন দিনের সফরে জেলাবাসীর পক্ষ থেকে তাঁকে দেয়া নাগরিক গণসংবর্ধনায় যোগ দিতে কিশোরগঞ্জ আসছেন সোমবার। ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে নিজ জেলায় এটি হবে তার তৃতীয় সফর। এর আগে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেয়ার পর ১১ মে বাবা হাজী তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুনের কবর জিয়ারত করতে নিজগ্রাম হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার কামালপুরে একদিনের প্রথম সফরে এসেছিলেন তিনি। পরবর্তীতে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে তিনি নিজের সাবেক নির্বাচনী এলাকা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। এ সময় হাওড়ের তিন উপজেলাতেই রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেয়া হয়। এবার তিন দিনের সফরে রাষ্ট্রপতি প্রথম আসছেন নিজ শহর কিশোরগঞ্জে। তিনি মিঠামইনে জন্ম নিলেও তাঁর রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে জেলা সদরে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি। তাই রাষ্ট্রপতি হিসেবে জেলা সদরের সফরটি গুরুত্বপূর্ণ। এ সফরকালে তিনি শহরে বসবাসকারী কয়েকজন সহকর্মী ক্তবর্গের বাড়িতে যাবেন। তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানানোর পাশাপাশি সৌজন্য সাক্ষাত করবেন। সফরের প্রথমদিন রাষ্ট্রপতিকে তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত সরকারী গুরুদয়াল কলেজে দেয়া হবে গণসংবর্ধনা। এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবের আমেজ দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল গুরুদয়াল সরকারী কলেজের মাঠসহ আশপাশ এলাকা ও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনাস্থলসহ রাষ্ট্রপতি যাতায়াত করবেনÑ এমন রাস্তাগুলোর মেরামত করা হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে তাড়ন নির্মাণ, চুনকালিসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে বিভিন্ন সড়কের দুইপাশ। বর্ণিল সাজে সাজানো হয়েছে শহরকে। এছাড়াও বিভিন্ন ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এ জেলার কৃতী সন্তান মাটির মানুষকে বরণ করার পাশাপাশি আপনজনকে যেন কাছে পাবার আনন্দ শিহরিত করছে আপামর জনসাধারণকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমদিন সোমবার বেলা দুইটায় রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি গুরুদয়াল সরকারী কলেজ মাঠে নাগরিক কমিটি আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করবেন। ইতোমধ্যে সুবিশাল আলোকোজ্জ্বল মঞ্চ, মাঠজুড়ে ত্রিপল টানিয়ে আগত মানুষের বসার ব্যবস্থা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভাগীয় প্রধান এবং নারীদের জন্য বিশেষ বসার ব্যবস্থা নেয়া হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি সার্কিট হাউসে জেলা আইনজীবী সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা ১১টায় জজকোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে জেলা আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেলে রাষ্ট্রপতি স্থানীয় প্রয়াত ১৬ গণ্যমান্য ব্যক্তির বাড়িতে যাবেন। বুধবার বিকেলে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।
×