ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের কাছে ক্ষমতাই সব কিছু ॥ রিজভী

প্রকাশিত: ০৫:২৯, ৮ অক্টোবর ২০১৮

 বর্তমান সরকারের  কাছে ক্ষমতাই  সব কিছু ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের কাছে ক্ষমতাই সবকিছু বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন এ সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই তাদের কাছে দেশের মর্যাদার কোন গুরুত্ব নেই। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও রাজ্যসভার সদস্য সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এটি বন্ধ না হলে বাংলাদেশ দখল ও এ দেশে দিল্লীর শাসন প্রতিষ্ঠার হুমকি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিজেপি নেতা এমন কথা বলেছেন। আর দেশ দখলের হুমকির প্রতিক্রিয়া না জানানো সরকারের ব্যর্থতা। রিজভী বলেন, বিএনপি সব নাগরিকের সংবিধান স্বীকৃত সমান অধিকারে বিশ্বাসী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্ম পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একটি গণতান্ত্রিক দল হিসেবে সুব্রামানিয়াম স্বামীর অভিযোগের যথার্থতা থাকলে সে বিষয়ে কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। রিজভী বলেন, শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন রয়েছে বলায় সুব্রামানিয়াম স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে সরকার বাংলাদেশে ভারতের হামলা চালানো ও বাংলাদেশকে দখল করে নেয়ার মতো সার্বভৌমত্ব বিরোধী মারাত্মক হুমকিকে আমলে নেয়নি। এটা আমলে না নিয়ে দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অধিক গুরুত্ব দেয়ায় প্রমাণিত হয়েছে, বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। অবিলম্বে খালেদাকে মুক্তি না দিলে রাজপথেই ফয়সালা হবে- দুদু ॥ মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবিলম্বে তাকে মুক্তি দিন, তা না হলে রাজপথেই ফয়সালা হবে। তাঁকে মুক্তি না দিলে আপনারাও রক্ষা পাবেন না। তাই ভাল কিছু পেতে হলে তাঁকে মুক্তি দিন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নির্বাচনে যেতে চায় জানিয়ে দুদু বলেন, শেখ হাসিনার অধীনে একটি ভালো নির্বাচন কোন পাগলেও সেটা বিশ্বাস করে না। বিএনপির সাত দফা মেনে না নিলে রাজপথ দখলই হবে একমাত্র উপায়। তবে সব দফার প্রথম দফা হচ্ছে আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে সীমাহীন লুটপাটের অভিযোগ তুলে দুদু বলেন, আওয়ামী লীগ লুটেরাদের দল। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা। কিন্তু এসবের কোন বিচার নেই। আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।
×