ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীঘ্রই সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ॥ মেনন

প্রকাশিত: ০৫:২৮, ৮ অক্টোবর ২০১৮

 শীঘ্রই সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। তিনি বলেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের মাত্রা বাড়াতে হবে। তাদের সঙ্গে নিয়েই দেশের শতভাগ উন্নয়ন ঘটানো সম্ভব। রবিবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বর্তমান প্রেক্ষাপট এবং সমতলের আদিবাসীদের জন্য করণীয় বিষয়ে সুপারিশ’ শীর্ষক বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্য অধিকর বাংলাদেশ ও পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ খালেদ হাসান, বিআইডিনস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন জেড গমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসিফ শাহান, খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।
×