ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্য দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:২৭, ৮ অক্টোবর ২০১৮

 প্রশ্নফাঁস চক্রের  ৬ সদস্য দুই  দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ দেশজুড়ে অনুষ্ঠিত মেডিক্যাল ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজমের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এসআই মোঃ সজিবুজ্জামান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রিমান্ডকৃতরা হলেন আবু নাঈস, মাসুদ আহমেদ, সাইফুল আমীন নাভিদ, মাহাম্মাদ বিন খালিদ, মোঃ রাইসুল ইসলাম ও মোঃ নাকিব।
×