ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:২৬, ৮ অক্টোবর ২০১৮

   কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে। রবিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। নবনির্মিত দ্বিতীয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবন ও অতিথি ভবনের উদ্বোধন এবং অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে সিকৃবির শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
×