ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে দেয়ায় পিতার দন্ড

প্রকাশিত: ০৫:০৭, ৮ অক্টোবর ২০১৮

বাল্যবিয়ে দেয়ায় পিতার দন্ড

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৭ অক্টোবর ॥ দৌলতপুরে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে সাহাব উদ্দিন (৪০) নামে এক মেয়ের পিতার কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ২টায় এ দন্ড দেয়া হয়। জানা যায়, উপজেলার মথুরাপুর গ্রামের সাহাব উদ্দিন তার কিশোরী মেয়ে সম্পা খাতুন (১৫)-এর জন্ম নিবন্ধন জাল করে বিবাহ দিচ্ছিলেন। বাল্য বিবাহের খবর পেয়ে দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় মেয়ের পিতা সাহাব উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
×