ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম কর্মদিবসে ৭৫২ কোটি টাকার প্রকল্পের ফাইলে স্বাক্ষর করলেন লিটন

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৮

 প্রথম কর্মদিবসে  ৭৫২ কোটি টাকার প্রকল্পের ফাইলে  স্বাক্ষর করলেন  লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফাইলে স্বাক্ষর করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে রবিবার সকালে নগর ভবনে গিয়ে নিজ দফতরে বসলে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাসিক সূত্র জানায়, রবিবার সকালে প্রথম কর্মদিবসে নগর ভবনে আসেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। এরপর মেয়র নিজ দফতরে বসে কাজ করেন। দাফতরিক কাজের মধ্যে ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে প্রথম স্বাক্ষর করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, মেয়র খায়রুজ্জামান লিটন তার প্রথম কর্মদিবসে প্রথম স্বাক্ষর করেছেন ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে। এ উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে। তিনি আরও জানান, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছিলেন।
×