ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পিকআপের ধাক্কায় শিশু নিহত ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৮

নওগাঁয় পিকআপের  ধাক্কায় শিশু নিহত ॥ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ অক্টোবর ॥ রবিবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট-চকগৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নাজমুল হুদা (৮) পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে ঘাতক পিকআপের চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। এসময় স্থানীয় ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ দেখে উত্তেজিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যানবাহন ভাংচুর শুরু করে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আরও উত্তেজিত হয়ে ওঠে ও মারমুখি হয়ে উঠলে পরে থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় নওগাঁ থেকে নওহাটামোড় অভিমুখী একটি দ্রুতগামী পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শিক্ষার্থী নাজমুল হুদা। মৃত্যুর খবর বিদ্যালয়সহ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের উত্তেজিত শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী স্বরুপপুর মোড় পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। উত্তেজিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ঘাতক পিকআপ চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এবং যানবাহন ভাংচুর শুরু করে। ভাঙ্গায় নসিমন চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন নসিমন চালক সেলিম বিশ্বাস (৩৫)। রবিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডের নিকটে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নসিমন চালক সেলিম বিশ্বাস ভাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হোগলাকান্দি মহল্লার করিম বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহনের বাস মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ওই নসিমনকে পিছনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এর ফলে নসিমন চালক সেলিম বিশ্বাস নসিমন থেকে ছিটকে সড়কের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেহেরপুরে শিশু সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গাংনীতে ট্রাক্টর ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুমি খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রুমির ছোট বোন সুমি (২)। রবিবার দুপুরে তেরাইল বিলপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি ভরাট গ্রামের ভ্যানচালক ফয়সাল হোসেনের মেয়ে। জানা গেছে, ফয়সালের স্ত্রী তার দুই মেয়ে শিশুকে সঙ্গে নিয়ে ভ্যানযোগে গাংনীর উদ্দেশে যাচ্ছিলেন। তেরাইল বিলপাড়া নামক স্থানে পৌঁছলে ট্রাক্টর ট্রলির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুমির মৃত্যু হয়। গুরুতর আহত সুমিকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়েছে। শিশুটির মা সুস্থ আছেন। মাধবপুরে চালক নিজস্ব সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে মালবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহযোগী। রবিবার সকালে উপজেলার শাহপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, মাল বোঝাই ট্রাকের সঙ্গে সবজি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক মোঃ কাইয়ূম (৫১) নিহত হন ও সহযোগী গুরুতর আহত হয়। নিহত চালক শায়েস্তাগঞ্জ থানার আমিনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সৈয়দপুরে ইজিবাইক চালক সংবাদদাতা সৈয়দপুর নীলফামারী থেকে জানান, ইজিবাইক উল্টে জাহাঙ্গীর (৩০) নামে এক চালক নিহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কাশিরাম বেল পুকুর ইউনিয়নের সাতপাই কুমারগাড়ির সড়কে এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মোঃ সেকেন্দার আলীর পুত্র বলে জানা গেছে। জানা যায়, ওইদিন বিকেলে খালি বাইক নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর সৈয়দপুর শহরের উদ্দেশে আসার ইজিবাইক উল্টে এর নিচে চাপা পড়ে যায় চালক জাহাঙ্গীর। পরে পথচারীরা বাইকের নিচ থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করে।
×