ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে অধরা খানের দুই চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:৫২, ৮ অক্টোবর ২০১৮

 মুক্তি পাচ্ছে অধরা  খানের দুই  চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময়ী চলচ্চিত্র অভিনেত্রী অধরা খান। আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অধরা খানের দুটি চলচ্চিত্র। ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেতা বাপ্পি ও সাইমনের বিপরীতে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। সংশ্লিষ্টরা বলছেন ঢাকাই চলচ্চিত্রে নেমেই দুই সংখ্যাটি যেন অধরার জন্য সৌভাগ্যের বাহন হিসেবেই ধরা দিচ্ছে। ২০১৬ সালে পরপর শাহিন সুমন পরিচালিত দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন অধরা। পরের বছরই ইস্পাহানি আরিফ জাহানের দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন এ নায়িকা। এবার একইসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এ নায়িকার। চলচ্চিত্র দুটি হলো- ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ও শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’। ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান ছাড়া বাকি যে দু’জন নায়কের ওপর নির্মাতা ও প্রযোজকরা বাজি রেখে চলেছেন তারা হলেন চিত্রনায়ক বাপ্পি ও সাইমন। অধরা আসছেন এ দুই নায়কের কাঁধে চড়ে। ‘নায়ক’ চলচ্চিত্রে অধরার বিপরীতে দেখা যাবে বাপ্পি চৌধুরীকে। অন্যদিকে ‘মাতাল’ চলচ্চিত্রে সাইমন। অধরা বলেন, একসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এটা খুব আনন্দের। কিন্তু আমি কিছুটা নার্ভাসও। প্রথম দুই চলচ্চিত্রে বাপ্পি ও সাইমনকে পাওয়াও বেশ ভাল লাগার মতো বিষয়। তারা দু’জনই খুব চমৎকার বন্ধুসুলভ ও আন্তরিক ছিলেন। দুটি চলচ্চিত্র দুইরকম স্বাদের। আশা করছি দর্শক দুটি চলচ্চিত্র উপভোগ করবেন। অধরা জানান, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রের মুক্তির তারিখ আগে থেকে ঠিক করা থাকলেও চলতি সপ্তাহেই শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত হয়নি। অধরা খান অভিনীত প্রথম চলচ্চিত্র শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালবাসি’ এখনও রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘ড্রিমগার্ল’ চলচ্চিত্রের শূটিং শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
×