ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চে আসছে ইসরাফিল শাহীনের নতুন নাটক ‘ম্যাকবেথ’

প্রকাশিত: ০৪:৫০, ৮ অক্টোবর ২০১৮

মঞ্চে আসছে ইসরাফিল শাহীনের নতুন নাটক ‘ম্যাকবেথ’

স্টাফ রিপোর্টার ॥ নতুন উদ্ভাবনার অভিনবত্বে পরিপূর্ণ সৃজনশীল নাট্যচর্চা, শিক্ষাদানের বৈচিত্র্যময় পদ্ধতি, নাট্যভাষার ভেতর দিয়ে জীবন ও পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের লক্ষ্য। এই বিভাগের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চে আসছে আগামীকাল ৯ অক্টোবর। বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন নাটকটি নির্দেশনা দিচ্ছেন। এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থী অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটির মোট ৮টি প্রদর্শনী হবে। আসছে ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা ৬-৩০ এবং ১২ ও ১৩ অক্টোবর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটমন্ডলে। ৯ অক্টোবর নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন উপমহাদেশের খ্যাতনামা নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। এছাড়া এমএ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অনার্স দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও অভিনয় ও ডিজাইনে অংশ নেয়ায় প্রযোজনাটির সৃষ্টিপ্রক্রিয়া যেন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সকলের শ্রম-শিক্ষণ-প্রশিক্ষণ-উদ্ভাবনের যৌথ উদ্যাপন চিহ্নে পরিণত হয়েছে। নাটকটি প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন, এই আততায়ী সময়ে-অমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাত্ত্বিক নাটকটিতে শেক্সপিয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে উঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম-এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি। এই নিয়তি থেকে কি আমাদের নিস্তার নেই? এসব প্রশ্ন মোকাবেলা করতেই থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ সমাজকে নিমন্ত্রণ জানায় এসো, আমরা বীজ বপন করি, তাহলে মাটি আমাদের একটি ফুল উপহার দেবে। এই উপহার আমাদের জানান দেয় আমরা বেঁচে থাকি কেবল, সৌন্দর্য আবিষ্কারের কারণে। এই আবিষ্কার রাজনৈতিকভাবে প্রয়োজনীয়। কারণ রস আস্বাদন করতে পারার মধ্যেই রয়েছে যাবতীয় সমতার সম্ভার। ম্যাকবেথ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসন সংখ্যা মাত্র ৮৫টি এবং টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।
×