ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইতিতে ভূমিকম্পে নিহত ১১

প্রকাশিত: ০৪:৪১, ৮ অক্টোবর ২০১৮

 হাইতিতে ভূমিকম্পে  নিহত ১১

ক্যারিবীয় দেশ হাইতিতে ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার রাতে অনুভূত ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটিতে আরও শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র পোর্ট-দে-পে শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১১ দশমিক সাত কিলোমিটার গভীরে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ প্রধান জ্যাকসন হিলা জানিয়েছেন, পোর্ট-দে-পেতে অন্তত সাত জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। পোর্ট-দে-পের দক্ষিণে গ্রো মোর্ন শহরে ও এর আশপাশে আরও চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র জ্য রেনেল তাইদ। এদের মধ্যে ধসে পড়া ভবনের আঘাতে নিহত একটি বালকও রয়েছে।
×