ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিচার শুরু

প্রকাশিত: ০৪:৪০, ৮ অক্টোবর ২০১৮

  দুর্নীতির অভিযোগে ইসরাইলের  প্রধানমন্ত্রীর স্ত্রীর বিচার শুরু

দুর্নীতির দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিচার রবিবার জেরুজালেমে শুরু হয়েছে। কয়েক মাস আগে তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে এ মামলা কয়েক মাস চলতে পারে। এএফপি। সারার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে ১ লাখ ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেন। এছাড়া তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেন বলে সন্দেহ করা হচ্ছে। নেতানিয়াহু পরিবারকে ইতোপূর্বেও আইনী জটিলতা মোকাবেলা করতে হয়েছে। সারার বিরুদ্ধে অভিযোগ তারই সর্বশেষ উদাহরণ। সারার বিরুদ্ধে এই মামলা শুরুর আগে এ নিয়ে দীর্ঘ তদন্ত চলেছে। নেতানিয়াহু অবশ্য একে ‘কাল্পনিক’ অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণœ করাই এই মামলার উদ্দেশ্য। নেতানিয়াহুর বিরুদ্ধেও পৃথক দুর্নীতির অভিযোগের তদন্ত এখন চলছে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে পদত্যাগ করতে হতে পারে। আইন অনুযায়ী ইসরাইলে প্রধানমন্ত্রীর বাসভবনের দৈনন্দিন খাবার প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যদের উদ্যোগে প্রস্তুত করা হয়ে থাকে। সরকারী খরচে বাবুর্চি রাখার নিয়ম নেই। প্রধানমন্ত্রীর বাড়ির সদস্যরা বাইরে সরকারী খরচে খাবার আনাতে পারেন। তবে সেক্ষেত্রে জনপ্রতি ২শ’ শেকেল (৫৫ ডলার) পর্যন্ত তারা খরচ করতে পারবেন। রাষ্ট্রীয় খরচে ভোজ আয়োজন করলে অতিথির সংখ্যা ২০ জনে সীমিত থাকতে হবে। ২০১০ থেকে ১৩ সাল পর্যন্ত সারা ও তার অতিথিদের জন্য প্রতারণামূলকভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছিল অভিযোগে বলা হয়েছে। জেরুজালেমের বিভিন্ন বিলাসবহুল খাবারের দোকান থেকে ওই খাবার কেনা হয়েছিল। মামলাটি জুলাই মাসে শুরু হওয়ার কথা থাকলেও গণমাধ্যমে যেন বেশি গুরুত্ব না পায় সে কারণে তখন শুরু করা হয়নি। সারা অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। আর্থিক অনিয়ম ছাড়াও কাজের লোকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য সারাকে ২০১৬ সালে ৪৭ হাজার ডলার জরিমানা দিতে হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধেও তিনটি দুর্নীতির অভিযোগ এখন তদন্তাধীন। শুক্রবার পুলিশ তাকে ১২তম বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে।
×