ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে উঃ কোরিয়া’

প্রকাশিত: ০৪:৪০, ৮ অক্টোবর ২০১৮

 ‘পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে উঃ কোরিয়া’

উত্তর কোরিয়ার একটি পরমাণু স্থাপনায় সন্দেহজনক তৎপরতা চলছে বলে দাবি করেছেন একদল মার্কিন গবেষক। তারা বলছেন, গত জুনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক শীর্ষ বৈঠকে পরমাণু তৎপরতা বন্ধ করার যে প্রতিশ্রুতি পিয়ংইয়ং দিয়েছিল তা রক্ষা করা হচ্ছে না। -খবর ওয়েবসাইট। ওয়াশিংটন-ভিত্তিক ‘থার্টি এইট নর্থ’ থিঙ্ক ট্যাঙ্কের গবেষকরা এক প্রতিবেদনে স্যাটেলাইট থেকে তোলা ছবির উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, উত্তর কোরিয়ার ‘ইয়ংবিয়ন’ পরমাণু গবেষণা কেন্দ্রে এখনও তৎপরতা চালাচ্ছে পিয়ংইয়ং। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, পরমাণু স্থাপনাটির পাম্প হাউসের কাছে একটি নদী পরিষ্কার করা হচ্ছে। পরমাণু স্থাপনার রি-অ্যাক্টরকে ঠাণ্ডা রাখার কাজে ওই নদীর পানি ব্যবহার করা হয়। থিংক ট্যাঙ্কের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর তোলা ছবিতে ওই এলাকায় সামান্য কিছু যানবাহন ও যন্ত্রপাতি স্থানান্তর করতে দেখা গেছে। তবে এগুলোর মাধ্যমে কি কাজ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন গবেষকরা একথাও বলেছেন, ইয়ংবিয়ন স্থাপনার চুল্লিটি হয়ত এই মুহূর্তে কাজ করছে না।
×