ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেটে ৫০-৪৮ ভোটে অনুমোদন

বিতর্কিত কাভানা এখন মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক

প্রকাশিত: ০৪:৩৯, ৮ অক্টোবর ২০১৮

  বিতর্কিত কাভানা এখন মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক

যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে শপথ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেট কাভানা। যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে বিস্তর বিতর্ক, বিক্ষোভ আর তদন্তের পর তিনি শপথ নেন। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের সিনেট শনিবার কাভানার মনোনয়ন ৫০-৪৮ ভোটে অনুমোদন পায়। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে পৌঁছাতে কাভানাকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তিক্ত বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। সে অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। আর তার নিয়োগ অনুমোদনের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিচারকের সুপ্রীমকোর্টেও রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা পেল, যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। গত ৩১ জুলাইয়ে বিচারপতি এ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার পর তার শূন্য পদের জন্য ব্রেট কাভানাকে বেছে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর শুরু হয় বিতর্ক। কাভানার মনোনয়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিতর্কে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে চলে হাজারো মানুষের বিক্ষোভ। একেবারে শেষ সময়ে এসে অধ্যাপক ফোর্ডের অভিযোগ তদন্ত করে এফবিআই যে প্রতিবেদন গত ৪ অক্টোবর সিনেটে উপস্থাপন করে, তাতে সিনেটররা পাল্টা কাভানার দিকে ঝুঁকে যায়। শনিবার সিনেটে ভোটাভুটির আগে ওয়াশিংটন ক্যাপিটলে জড়ো হয়ে কাভানার মনোনয়নের বিরোধিতায় বিক্ষোভ দেখায় শত শত মানুষ। এমনকি ভোটের সময় সিনেটের পাবলিক গ্যালারি থেকেও ‘শেইম শেইম’ বলে চিৎকার করতে থাকেন অনেকে। অবস্থা এমন দাঁড়ায় যে শৃঙ্খলা ফেরাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হস্তক্ষেপ করতে হয়। সিনেটের ভোটাভুটিতে কাভানার মনোনয়ন অনুমোদন পাওয়ার পর বিকেলে প্রধান বিচারপতি জন রবার্টস তাকে সুপ্রীমকোর্টের নবম সদস্য হিসেবে সাংবিধানিক শপথ পড়ান। আর অবসরে যাওয়া বিচারপতি এ্যান্থনি কেনেডি তাকে পড়ান বিচারিক শপথ। যুক্তরাষ্ট্রে সুপ্রীমকোর্টের বিচারকদের অবসরের কোন বয়সসীমা বেঁধে দেয়া হয়নি।
×