ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এআইইউবি ইঞ্জিনিয়ারিং জুবিলেশন

প্রকাশিত: ০৪:৩৮, ৮ অক্টোবর ২০১৮

 এআইইউবি  ইঞ্জিনিয়ারিং জুবিলেশন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের সাফল্য গাথা নিয়ে ‘এআইইউবি ইঞ্জিনিয়ারিং জুুবিলেশন (এইজে) ২০১৮’ গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৫দিনব্যাপী অনুষ্ঠানে কুড়িলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। সপ্তাহব্যাপী পালিত অনুষ্ঠানটি মূলত তরুণ ও ভবিষ্যত প্রজন্মের প্রকৌশলীদের প্রযুক্তি বিষয়ে অনুপ্রাণিত ও উৎসাহিত করার লক্ষ্যে কম্পিউটার ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাফল্যগুলো প্রদর্শন করা হয় এবং এ বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে ইনডোর ও আউটডোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ) প্রফেসর ড. চার্লস সি. ভিলানুভা, প্রকৌশল অনুষদের ডিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিল । -বিজ্ঞপ্তি
×