ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চবিতে আন্তর্জাতিক সম্মেলন

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অভূতপূর্ব সাফল্য এসেছে ॥ ড. মশিউর

প্রকাশিত: ০৪:৩৭, ৮ অক্টোবর ২০১৮

 শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অভূতপূর্ব সাফল্য এসেছে ॥ ড. মশিউর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রবিবার শুরু হয়েছে দুদিনব্যাপী উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও ইউজিসির যৌথ উদ্যোগে ‘রেথিকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া ২০১৮’ শীর্ষক এ মেলার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সম্মেলন উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। ড. মশিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তিনি (প্রধানমন্ত্রী) এ অঞ্চলের রাষ্ট্রসমূহের পারস্পরিক সুসম্পর্ক, বৈশি^ক ঝুঁকি মোকাবেলা তথা নিরাপত্তা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা-উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময়, যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তির অভাবনীয় সাফল্যসহ সব ক্ষেত্রে যে রূপরেখা তুলে ধরেছেন তা বিশ্ববাসীর কাছে একটি দিক নির্দেশনামূলক মডেল।
×