ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিটিসিএলের ‘কোর কেবল’ মেরামতের কাজ শেষ হবে আজ

প্রকাশিত: ০৪:৩৬, ৮ অক্টোবর ২০১৮

 বিটিসিএলের ‘কোর কেবল’ মেরামতের কাজ শেষ হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি ‘কোর কেবল’ কাটা পড়ায় রবিবার সকাল থেকে সারাদেশে ৬ লাখের বেশি ল্যান্ডফোন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জরুরী ভিত্তিতে কেবল মেরামতের কাজ চলছে। আজ সোমবারের মধ্যে কেবল মেরামত কাজ শেষ হতে পারে বলে জানানো হয়েছে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানিয়েছেন, মগবাজার বিশাল সেন্টারের সামনে ওয়াসা রাস্তা কেটে পানির লাইন উন্নয়নের কাজ করার সময় কেবল কাটা পড়ে। এতে বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ায় দিনভর বিকল ছিল সারা দেশের কয়েক লাখ টেলিফোন। যার মধ্যে ফায়ার সার্ভিসের মতো জরুরী সেবা সংস্থার ফোনও ছিল।
×