ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫০, দগ্ধ শতাধিক

প্রকাশিত: ০৮:৩৩, ৭ অক্টোবর ২০১৮

 কঙ্গোতে তেল ট্যাঙ্কার  বিস্ফোরণে  নিহত ৫০,  দগ্ধ শতাধিক

জনকণ্ঠ ডেস্ক ॥ আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দগ্ধ হয়েছেন আরও ১০০ জন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত রাস্তায় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। রাজধানী কিনসাসা ও মাতাদি বন্দরের মাঝামাঝি কিসান্তু শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। কঙ্গো সেন্ট্রালের গবর্নর বলেন, ১০০ জন দ্বিতীয় মাত্রায় দগ্ধ হয়েছেন। জাতিসংঘের ওকাপি রেডিও জানায়, নিকটবর্তী বাড়িগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধপরবর্তী সময়ে মধ্য আফ্রিকান দেশগুলোতের রাস্তা উন্নয়ন সেভাবে করা হয়নি। অবহেলিতই থেকে গেছে। ২০১০ সালে একটি ট্যাঙ্কার বিস্ফোরণে ২শ’ ২০ জনের মৃত্যু হয়।
×