ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালের রাষ্ট্রীয় সম্মাননা পেলেন শাওন চৌধুরী

প্রকাশিত: ০৭:১৩, ৭ অক্টোবর ২০১৮

নেপালের রাষ্ট্রীয় সম্মাননা পেলেন শাওন চৌধুরী

সংস্কৃতি ডেস্ক ॥ প্রথমবারের মতো নেপালের রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী। গত ২৫ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর কালচারাল অর্গানাইজেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে শাওন চৌধুরীকে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করে নেপাল সরকারের সংস্কৃতি বিভাগ। এটি নেপাল সরকার কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। সঙ্গীত ও নৃত্যসহ বেশ কয়েকটি বিভাগে এ পুরস্কার দেয়া হয়। এতে এবারই প্রথম কোন বাংলাদেশী শিল্পী এ পুরস্কার পেলেন। পুরস্কার প্রদান করেন নেপাল সরকারের সংস্কৃতিমন্ত্রী রবীন্দ্র অধিকারী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপাল পার্লামেন্টের সদস্যবৃন্দ, নেপাল কালচারাল কর্পোরেশনের চেয়ারম্যান উধায়গ রাই, জেনারেল ম্যানেজার রাজেশ থাপা, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ উপ্রেতী, নেপালে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বেগম মাশফি বিনতে শামস্সহ বিশিষ্টজনরা। আন্তর্জাতিক এই পুরস্কারপ্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাওন চৌধুরী বলেন, নিঃসন্দেহে এটি একটি বড় মাপের সম্মান। তাই আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সেই সঙ্গে এ জন্য আমি নেপাল সরকারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রসঙ্গত, শাওন চৌধুরী ইতোপূর্বে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চের এই গুণী সঙ্গীতশিল্পীর প্রকাশিত মিউজিক এ্যালবাম ১৩টি, যার মধ্যে ৪টি ভারত থেকে প্রকাশ হয়েছে।
×