ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বর্ষে ‘দুরন্ত’ টিভি

প্রকাশিত: ০৭:১৩, ৭ অক্টোবর ২০১৮

দ্বিতীয় বর্ষে ‘দুরন্ত’ টিভি

স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র শিশুতোষ বিনোদন টিভি চ্যানেল ‘দুরন্ত টিভি’। এরই মধ্যে চ্যানেলটি শিশু বিনোদনে শীর্ষে। শুক্রবার ছিল এই টিভি চ্যানেলটির প্রথম জন্মদিন। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম মৌসুম উপলক্ষে শনিবার চ্যানেলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। তিনি জানান, চ্যানেলটি পথ চলার পঞ্চম মৌসুমে পা রাখছে। পঞ্চম মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে আগামী ১৪ অক্টোবর থেকে। তিনি বলেন, নতুন অনেক অনুষ্ঠান যুক্ত হচ্ছে এবার। ‘উল্টাপুল্টা : বাবা থাকে বাসায়’, ‘ব তে বন্ধু : হুটোপুটি’, ‘দুরন্ত সময়’, ‘আলোয় ভুবন ভরা’ এই অনুষ্ঠানগুলো এবার দেখবে শিশুরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘উল্টাপুল্টা : বাবা থাকে বাসায়’ নাটকের ক্রিয়েটিভ ডিরেক্টর অমতিাভ রেজা চৌধুরী ও পরিচালক গোলাম মুক্তাদির, ‘ব তে বন্ধু : হুটোপুটি’ নাটকের মূল গল্প রচয়িতা মাতিয়া বানু শুকু, ‘দুরন্ত সময়’ ধারাবাহিকের পরিচালক জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার, ‘আলোয় ভুবন ভরা’ নাটকের পরিচালক মনিরুল হোসেন শিপন ও অন্যান্য অনুষ্ঠানসমূহের কলা-কুশলীরা। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘উল্টাপুল্টা : বাবা থাকে বাসায়’ নাটকের গল্পটা খুব মজার ও অন্যরকম। আমরা সাধারণত শিশুদের মাকে বাড়িতে কাজ করতে দেখি আর বাবা কাজ করে বাইরে। বাবা যদি বাড়িতে কাজ করত ও মা যদি বাইরে কাজ করত তাহলে কেমন হত? এই ভাবনাটা আমরা শিশুদের মধ্য দিয়ে দেখব। নাটকটি শিশুদের মননেও সহায়তা করবে। উল্টাপুল্টা সিরিজের প্রথম নাটক এটি। এরপরে এই সিরিজের আরও নাটক আসবে।
×