ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মিত হলো খণ্ড নাটক ‘কাঠগড়া’

প্রকাশিত: ০৭:১০, ৭ অক্টোবর ২০১৮

নির্মিত হলো খণ্ড নাটক ‘কাঠগড়া’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ খ- নাটক ‘কাঠগড়া’। শূটিং শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে। আব্দুর রহমান সিরাজির রচনায় নাটকটি পরিচালনায় রয়েছেন এম এ এম সরকার। ‘কাঠগড়া’ নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌসী মেধা ও ফাহাদ আহমেদ। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিপুল বরদেশী, ফায়েজা ইয়াসমিন জুঁথি প্রমুখ। নাটকটি প্রসঙ্গে পরিচালক এম এ এম সরকার বলেন, মা জেসমিনের অবর্তমানে স্নেহ-মমতা-শাসনে প্রাণাধিক প্রিয় কন্যা জান্নাতকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন বাবা জহির খান। কন্যা বয়ো প্রাপ্তি হলে বাবা তার জন্য বিবাহের উপযোগী উপযুক্ত পাত্র ঠিক করেন। কিন্তু প্রেমিক ফাহাদের ভালবাসাকে অর্থ পূর্ণতা দিতে জান্নাত বাবা জহির খানকে না জানিয়েই ঘর ছাড়ে। ঘর ছেড়ে আসা জান্নাতকে নিয়ে ফাহাদ শিশুপার্কে যায় এবং ভাবনা-কল্পনার মিশেলে শিশুদের সান্নিধ্যে জান্নাতকে বোঝাতে সক্ষম হয়, একদিন তাদেরও শৈশব ছিল এবং আজকের গর্বিত যৌবনে পৌঁছনোর পেছনে তাদের বাবা-মায়ের বলিষ্ঠ ভূমিকা আছে। ফাহাদ জান্নাতের উপলব্ধিতে এনে দেয়, আজ যদি তারা সেই বাবা-মাকে অস্বীকার করে পালিয়ে যেতে পারে তবে তাদের ভবিষ্যতে সন্তানেরা এক সময় একই কাজ করে তাদেরও জীবন দুর্বিষহ করে তুলবে। ফাহাদের প্রচেষ্টায় মূল্যবোধের কাঠগড়ায় দাঁড়ায় জান্নাত। অবশেষে জান্নাত ও ফাহাদ বাবা জহির খানের কাছে ফেরে এবং হারানো সন্তানকে কাছে পেয়ে বাবা তাদের নিয়ে নতুন সম্ভবনার পথে এগিয়ে চলে। পরিচালক জানান, নাটকটির শূটিং হয়েছে মিরপুর, তেজগাঁও, গুলশানসহ বিভিন্ন আভিজাত্য সম্পন্ন এলাকায়। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
×