ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সেরা চট্টগ্রামের দেবস্মিতা সাহা

প্রকাশিত: ০৭:১০, ৭ অক্টোবর ২০১৮

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সেরা চট্টগ্রামের দেবস্মিতা সাহা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় সেরা হয়েছে চট্টগ্রামের মেয়ে দেবস্মিতা সাহা। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ঢাকার কারিন আশরাফ ঈন পেয়েছে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী রংপুরের সাদিয়া অফরোজ অন্তু পেয়েছে ২ লাখ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু, এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি এবং মির্জা আহমেদ ইস্পাহানি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার তিন বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ এ প্রতিযোগিতায় দশম স্থান অধিকারী সবাই পেয়েছে ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি এবং ল্যাপটপ। সারাদেশের অংশগ্রহণকৃত প্রায় ৫৩ হাজার প্রতিযোগী থেকে মূল পর্ব অর্থাৎ স্টুডিও রাউন্ডের জন্য বিভিন্ন যাচাই-বাছাই শেষে নির্বাচিত হয় ৮০ জন প্রতিযোগী। মেধা যাচাইয়ের বিভিন্নধাপ পার হয়ে মহোৎসবের আসরের জন্য সেরা ১০ থেকে ৬ জন প্রতিযোগী নিজেদের যোগ্যতা প্রমাণ করে মহোৎসব পর্বের জন্য নির্বাচিত হয়। তাদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ৫ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর মহোৎসব। এ আসরে সঙ্গীত পরিবেশন করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। চূড়ান্ত পর্বের অন্য প্রতিযোগিরা হলো- এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব ম-ল (বরিশাল) এবং আফিয়া ইবনাত শুচি (রংপুর)। এরা সবাই সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী। মেধা যাচাইয়ের বিভিন্ন চমকপদ গেম শোতে বিচারকের সামনে ৬ প্রতিযোগী অংশ নেয়। বৃন্দ আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। মহোৎসবে আরও ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। এবারও প্রতিযোগিতার সেøাগানও ছিল ‘বাংলায় জাগো ভরপুর’। ইস্পাহানির অনুপ্রেরণায় অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগিতায় ছিল চ্যানেল আই। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খায়রুল বাশার। পরিচালনা করেছেন তাহের শিপন। মহোৎসব অনুষ্ঠানটি সন্ধ্যা ৭-৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
×