ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪৫, ৭ অক্টোবর ২০১৮

ক্যাম্পাস সংবাদ

ডিআইইউ প্রতিনিধি আন্তর্জাতিক সম্মেলনে ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশের সমন্বয়ে ‘১২ঃয অংরধ চধপরভরপ ঈড়হভবৎবহপব ড়হ ঞড়নধপপড় ড়ৎ ঐবধষঃয (১২ঃযঅচঅঈঞ)’ শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে বিশ্বের ১৫টি দেশ হতে ণড়ঁঃয দের নিয়ে ‘ইউথ লিডারশিপ অন টোব্যাকো কন্ট্রোল শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। ওই সেশনে টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে মিডিয়া এ্যান্ড এ্যাডভোকেসি অফিসার বাপ্পারাজ দাশ ণড়ঁঃয খবধফবৎ হিসাবে অংশগ্রহণ করেন ও তামাক নিয়ন্ত্রনে টিসিআরসি-এর ভূমিকা তুলে ধরেন। এছাড়াও উক্ত কনফারেন্সে টিসিআরসির পক্ষে এর গবেষণা সহকারী ও প্রকল্প কর্মকর্তা মোঃ মহিউদ্দিন চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। মালয়েশিয়ায় উচ্চ শিক্ষাবিষয়ক মেলা মালয়েশিয়ায় উচ্চশিক্ষাবিষয়ক মেলার আয়োজন করছে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার। আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর (শনি, রবি ও সোম) রাজধানী ঢাকার সামরাই কনভেনশন সেন্টার, ২৩/জি/ ৭, পান্থপথ, ঢাকা, (বসুন্ধরা শপিং সেন্টার ও ইউটিসি বিল্ডিংয়ের বিপরীতে) এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে মেলা পরিদর্শন করা যাবে। এ মেলায় মালয়েশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। মেলায় থাকছে শিক্ষাবৃত্তি ও টিউশন ফি-এর উপর বিশেষ ছাড়। মেলার মাধ্যমে সরাসরি আবেদনের ফলে শিক্ষার্থীদের কোন আইইএলটিএস এবং ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না। এছাড়াও মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি-এর ওপর বিশেষ ছাড়। এছাড়া রয়েছে ১ বছর বা ২ বছর পর ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। অনলাইনে ফ্রি রেজিস্ট্রশনের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগ : ০১৭৭৫১৭৭৭৭৭, ০১৭৭৭৩৩৩৩০০। ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে নবীনবরণ সম্প্রতি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভন্ন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল টেকনিকল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ রথীন্দ্র নাথ দাস। স্বাগত বক্তব্য রাখেনÑ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিটের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ধন্যবাদ বক্তব্য রাখেনÑ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট একাডেমিক উপদেষ্টা ড. আবদুস সালাম চৌধুরী। অনুষ্ঠানের অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ক্যাম্পাস প্রতিবেদক
×