ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দা বাহিনীর মহড়ার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৬:৪২, ৭ অক্টোবর ২০১৮

দা বাহিনীর মহড়ার প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরে হাফপ্যান্ট ও দা বাহিনীর আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সাংবাদিক হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির সামনে গভীর রাতে সশস্ত্র এই সন্ত্রাসী বাহিনীর উপস্থিতির ঘটনায় আতঙ্কিত শহরবাসী। এই ঘটনার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ প্রমুখ। পরিচ্ছন্ন নগর গড়ার উদ্যোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরদিন শনিবার নগর ভবনে নিজ দফতরে বসে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন স্বপ্ন দেখালেন নগর উন্নয়নের। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে নগর পরিচ্ছন্ন করা হবে। অনেক কাজ রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করে মানসম্পন্ন নগরী গড়ে তোলা হবে। এখন থেকেই কাজ শুরু হবে। মশক নিধনে কার্যকর পদক্ষেপ শিগগিরই হাতে নেয়া হবে। তিনি বলেন, নাগরিক সুযোগ-সুবিধা আন্তরিকভাবে বৃদ্ধি করা হবে। শহর পরিচ্ছন্নতা ভেঙ্গে পড়েছে। সেটি আবার নতুন করে ঠিক করতে হবে। নগরভবনের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়মিত দেয়ার জন্য রাজস্ব আয় বৃদ্ধি করা হবে। প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যাতে কর্মচারীরা বেতন-ভাতা পান তার ব্যবস্থা করা হবে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে ছোট ছোট রাস্তাঘাট সংস্কার করা হবে।
×