ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে আওয়ামী লীগের নির্বাচনী সভা

প্রকাশিত: ০৬:৪০, ৭ অক্টোবর ২০১৮

সিরাজদিখানে আওয়ামী লীগের নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলায় শনিবার বিকেলে নৌকার সমর্থনে বিশাল জনসভা করা হয়েছে। উপজেলার রাজদিয়া হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন আহমেদ। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। জনসভা প্রাঙ্গণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে ব্যানার. ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা মিছিলযোগে জনসভায় যোগ দেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে ও সিরাজদিখান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. গিয়াসউদ্দিন মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আলম খান, বর্তমান যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, আশ্রাফ আলী, সানজিদা আক্তার, আব্দুল করিম হাজী, ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাইনূল হাসান নাহিদ, যুগ্মআহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাইজুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হামিদুল্লাহ খান রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ। প্রধান অতিথি মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নৌকার বিকল্প কেউ হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। এবারে নৌকার মনোনয়ন নিয়ে আমি শতভাগ আশাবাদী। তিনি বলেন, সিরাজদিখানে এবার নৌকার প্রার্থী দিবেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং দুঃসময়ে হালধরে রেখেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। তারা আরও বলেন, সিরাজদিখান-শ্রীনগর এ দুই উপজেলা নিয়ে মন্সীগঞ্জ-১ আসন। ১৯৭১ সালের পর থেকে সিরাজদিখানে কোন এমপি মনোনয়ন দেয়া হয়নি। তাই সিরাজদিখান থেকে সবার ঐকমত্যে মোহাম্মদ মহিউদ্দিনকে সমর্থন জানাতে এই জনসভার আয়োজন।
×