ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইভিএম দেখার পর আশ্বস্ত হবেন ॥ সিইসি

প্রকাশিত: ০৬:৩৪, ৭ অক্টোবর ২০১৮

ইভিএম দেখার পর আশ্বস্ত হবেন ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৬ অক্টোবর ॥ প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকারের বিষয়, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। আগামী নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি। এটা আরও পরে ঘোষণা হবে। ডিসেম্বরে নির্বাচন হবে সরকরের জনৈক মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পশ্নের জবাবে সিইসি বলেন, এমনটা আমরা বলি নাই। উনারা যদি বলেন এটা উনাদের হিসাব মতো বলেছেন। শনিবার বিকেলে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে না, সীমিত আকারে শুরু করতে চাই।
×