ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৩৩, ৭ অক্টোবর ২০১৮

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৬ অক্টোবর ॥ ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় শনিবার রাত ১২টার পর থেকে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। রবিবার (৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ, পরিবহন ও সরবরাহ করা যাবে না। চাঁদপুর জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এসব জেলে ২২ দিন যাতে নদীতে মাছ আহরণ না করেন। সে জন্য তাদের ইতোমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতন করা হয়েছে। মৎস্য আড়ত এলাকায় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যানার সাঁটানো হয়েছে।
×